রাউজানের অন্যতম সামাজিক অরাজনৈতিক শিক্ষাবান্ধব স্বেচ্ছাসেবী যুব সংগঠন রাউজান ব্লাড ডোনার্স এর উপদেষ্টা পরিষদে যোগ হলেন বিশিষ্ট ব্যবসায়ী রাউজান পৌরসভা কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, চট্টগ্রাম মিমি সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জিয়াউল হক চৌধুরী সুমন, বাংলার মুখ শিল্পকলা একাডেমির প্রধান উপদেষ্টা হাসান মোঃ রাসেল। এছাড়াও সংগঠনের পূর্বের কার্যক্রমের সাথে জড়িত আছেন প্রধান উপদেষ্টা নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদার, উপদেষ্টা চাক্তাই খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদী ও রাউাজান তাহের প্লাজার স্বত্বাধিকারী মোঃ জসিম চৌধুরী।
উপদেষ্টারা বলেন মানবসেবাই শ্রেষ্ঠ সেবা, মানবসেবাই প্রকৃত ধর্ম। আল্লাহকে কাছে পাওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হলো মানবসেবা।
ইসলাম মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্যে অনুপ্রেরণা দেয়। মানুষের সেবা করতে এবং তার কষ্ট, অসুবিধা দূর করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন।
প্রত্যেক মানুষ মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সুন্দর ভুবন গড়ে তোলা সম্ভব।
আর্তের সেবাই নিয়োজিত এই সংগঠনে রয়েছে মানবপ্রেমী ৭৫জন কার্যকরী সদস্য। মূমুর্স রোগীর রক্তের প্রয়োজনে রাউাজন সহ চট্টগ্রামের বিভিন্ন হসপিটালে অত্র সংগঠনের মাধ্যমে প্রতিনিয়ত রক্তদান করে আসছেন শত যুবক/যুবতী। এর জন্য কোনো মূল্য দিতে হয়না রোগীকে, হাজারো রোগীর মুখে হাসি ফুটানোই তাদের উদ্দেশ্য। শুধু মাত্র রক্তদান নয় বিভিন্ন জায়গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে সচেতনতায় বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং সহ মাদকের বিরুদ্ধেও সোচ্চার এই সংগঠনের মানবপ্রেমী কর্মকর্তারা। প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এ.আর. রাশেদ উদ্দিন বলেন "রক্তের অভাবে ঝড়বেনা আর নিষ্পাপ একটি প্রাণ, রক্তদিয়েই গড়বো মোরা মানবতার জয়গান" রক্তের অভাবে একটি প্রাণও অকালে ঝড়তে দেওয়া যাবেনা, যতদিন রাউজান ব্লাড ডোনার্স এর একজন কর্মী এই রাউজানের বুকে থাকবে ততদিন এই সংগ্রাম চলবে। তাই আসুন মাদককে না বলি রক্তদানে ঝাপিয়ে পড়ি।
Wednesday, June 19, 2019
রাউজান ব্লাড ডোনার্স এর উপদেষ্টা পরিষদে যোগ হলেন নতুন তিন মুখ।
Tags
# রাউজান উপজেলা
About arnews71
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
রাউজান উপজেলা
Labels:
রাউজান উপজেলা
Subscribe to:
Post Comments (Atom)

This comment has been removed by the author.
ReplyDelete