মোঃইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি
উত্তর আলীখিল নূরে মদিনা সংগঠন ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তা'আলা স্মরণ ও ফাতেহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আজিমুশশান সুন্নি সম্মেলন, গত ১৪জানুয়ারি রোজ মঙ্গলবার উত্তর আলীখিল বায়তুন নূর জামে মসজিদ পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে ১নং হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ শাহাজান এর সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর আলীখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম,
এতে উত্তর আলীখিল নূরে মদিনা সংগঠনের সদস্য হাফেজ মুহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হাজী সিদ্দিক আহমদ কন্ট্রাকটর জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুলহাজ্ব আল্লামা সেকান্দর হোসেন আল কাদেরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফটিকছড়ি মাদ্রাসাযে় গাউসুল আজম মাইজভান্ডারীর সম্মানিত আরবি প্রভাষক আল্লামা মুহাম্মদ নাজিমুল হক আল কাদেরী, উত্তরা আলিখিল জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল জলিল আল কাদেরী,উত্তর আলীখিল জামে মসজিদের খতিব মাওলানা গোলাফুর রহমান, হয়রত দলিল শাহ্ (রাঃ)জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুন।
এতে নাত পরিবেশন করেন মোঃ আরমান এবং কেরাত পরিবেশন করেন মোহাম্মদ নুরজ্জামান।
উক্ত মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন মুহাম্মদ মনসুর সওদাগর, মোহাম্মদ ফারুক সওদাগর,আলহাজ্ব মোঃ নুর মিয়া, মোঃ আব্দুল হাকিম, মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মোহাম্মদ ইউনুস, মোঃ নজরুল ইসলাম, শামশুল আলম, রুহুল আমিন সহ প্রমুখ
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক,অসংখ্য উলামায়ে কেরাম,এবং উত্তর আলীখিল নূরে মদিনা সংগঠনের নেতৃবৃন্দ।
Wednesday, January 15, 2020
রাউজান উত্তর আলীখিল নূরে মদিনা সংগঠন 'র আজিমুশশান সুন্নি সম্মেলন সম্পূর্ণ
Tags
# রাউজান উপজেলা
About arnews71
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
রাউজান উপজেলা
Labels:
রাউজান উপজেলা
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment