গত ০৮/০১/২০২০ইং খাগড়াছড়ি গুইমারা দেওয়ান পাড়ায়
'তারুণ্যের সংশপ্তক ' আয়োজিত নতুন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
দেওয়ান পাড়া বৌদ্ধ মিশনের পার্শ্ববর্তী এলাকায় "তারুণ্যের সংশপ্তক" সংগঠনটি দেওয়ান পাড়া তারুণ্যের সংশপ্তক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে আনুষ্ঠানিক উদ্বোধন করা করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উ.সংঘরত্ন থের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু মেমং মারমা-চেয়ারম্যান ১নং সদর ইউনিয়ন,গুইমারা উপজেলা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের সংশপ্তক এর সাধারণ সম্পাদক বাবু রিগ্যান মুসৎদ্দী।
প্রধান অতিথি বাবু মেমং মারমা বলেন তারুণ্যের সংশপ্তক একটি সামাজিক সংঘঠন। এরা শিক্ষা, চিকিৎসা নিয়ে কাজ করে থাকে। তারা খাগড়াছড়ির সিন্দুকছড়ি ইউনিয়নেও ২০১৬সাল থেকে আকবারি পাড়া নামক এক দূর্গম এলাকায় বিনাবেতনে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় দেওয়ান পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের নতুন আরেক বিদ্যালয়। উক্ত বিদ্যালয়টিও তারা বিনামূল্যে পরিচালনা করবে।
অনুষ্ঠান শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বইয়ের সাথে শিক্ষাসামগ্রীও বিতরণ করা হয়।।
Sunday, January 19, 2020
Home
খাগড়াছড়ি উপজেলা
'তারুণ্যের সংশপ্তক ' আয়োজিত নতুন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।
'তারুণ্যের সংশপ্তক ' আয়োজিত নতুন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।
Tags
# খাগড়াছড়ি উপজেলা
About arnews71
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
খাগড়াছড়ি উপজেলা
Labels:
খাগড়াছড়ি উপজেলা
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment