রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
মোঃ ইরফাত হোসেন চৌধুরী,
রাউজান প্রতিনিধি
রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের ১তম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প, মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ২৬ তারিখ রবিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হয় পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে সংগঠনের যুগ্ম সম্পাদক অনিক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। একুশের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সসীম গৌরীচরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান পৌর কাউন্সিলর আলমগীর আলী, বদিউল আলম মাষ্টার, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, গৌরীচরণ রিমি প্রমুখ। অনুষ্ঠানে ১৫জন মেধাবী শিক্ষার্থীদের ৪৫ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান, ১১০জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে।
Sunday, January 26, 2020
Home
রাউজান উপজেলা
রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
Tags
# রাউজান উপজেলা
About arnews71
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
রাউজান উপজেলা
Labels:
রাউজান উপজেলা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment