রাউজানে রহমানিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ
শরীফ অনুষ্ঠিত
মোঃইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় আলেমে শরীয়ত, কামেলে ত্বরীকত, মোফাক্কেরে
দ্বীনে মিল্লাত, পীরে কামেল, আশেকে রাসূল(সঃ), ওস্তাজুল ওলামা হয়রত শাহ্ সূফি অধ্যক্ষ আল্লামা
আলহাজ্ব মোহাম্মদ হাফিজুর রহমান (রহঃ) এর ৩৩তম বার্ষিক ওরশ শরীফ গত ৬ ফেব্রুয়ারি রোজ
বৃহস্পতিবার রাউজান আধার মানিক রহমানিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বাদে ফজর খতমে কোরান, বাদে আছর খতমে খাজেগান ও মাজার শরীফ জিয়ারত, বাদে মাগরিব হুজুর (রহঃ)'র জীবনী আলোচনা, বাদে এশা মিলাদ মাহফিল, রাত ১২টায় নাতে রাসূল (সঃ) প্রতিযোগিতা, বাদে ফজর আখেরি মুনাজাত ও তবারুক বিতরণ করা হয়। এতে দেশ বরেণ্য ওলামায়ে
কেরাম তশরীফ পেশ করেন।
ওরশ উপলক্ষে বাদে এশা থেকে মিলাদ মাহফিলের
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নুরুল আলম
সাবেরি (মা.জি.আ), বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী
ডাক বাংলো জামে মসজিদের খতীব হয়রতুহাজ্ব আল্লামা আবু মূসা সিদ্দিকী (মা.জি.আ)।
উক্ত ওরশ শরীফ ও মাহফিলে নাত পরিবেশন করেন
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা শিক্ষার্থী শায়ের মুহাম্মদ বাহাউদ্দীন,
শায়ের মুহাম্মদ রেজাউল রহমান আহমদী
এতে দেশ বাসীর শান্তি কামনায় আখেরি মুনাজাত
পরিচালনা করেন হুজুর বড় সাহেবজাদা মাওলানা আবুল কাশেম (মা.জি.আ), ওরশ ও মাহফিলে পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিকী, ওরশ পরিচালনা কমিটি হাফেজ আবুল হায়াত।
ওরশ শরিফকে হাজার হাজার আশেকান ও ভক্তবৃন্দ
উপস্থিত হন।


No comments:
Post a Comment