গরীব ও অসহায় মানুষের পাশে কাশেম নূর ফাউন্ডেশন - ARNews71.blogspot.com

https://arnews71.blogspot.com/

Thursday, February 13, 2020

গরীব ও অসহায় মানুষের পাশে কাশেম নূর ফাউন্ডেশন


গরীব ও অসহায় মানুষের পাশে কাশেম নূর ফাউন্ডেশন



মোঃ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি

রাউজান থানার কদলপুর এলাকায় গরিব,দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাসিকভিত্তিতে নগদ অর্থ ও বিভিন্নভাবে সহায়তা করেন স্বেচ্ছাসেবী সংগঠন
কাশেম নূর ফাউন্ডেশন 'র কো চেয়ারম্যান ও চানগাও আবাসিক কল্যাণ  সমিতির সভাপতি আলহাজ্ব  হাসান মাহমুদ চৌধুরী সি. আই. পি, মহোদয়
তিনি সবসময় গরিব,দুস্থ ও অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান করে আসছে

এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি বুধবার কয়েক শ' গরিব নারী-পুরুষ কে আর্থিক সহযোগিতা করেন
তিনি বলেন এই কাশেম নুর ফাউন্ডেশন আমার মা ও বাবার নামে নাম করণ করা হয়েছে , যতদিন এই ফাউন্ডেশন আছে তথদিন গরিব ও অসহায় মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ

এইসময় উপস্থিত ছিলেন কদলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু, শোয়েবউল ইসলাম মনু, মোহাম্মদ সেলিম, মেহেদী হাসান, সৈকত, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার দপ্তর সম্পাদক মহিনুল ইসলাম মহিন, ও সহ দপ্তর সম্পাদক রবিউল হোসেন রবিসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ

No comments:

Post a Comment