আগামী ২০শে মার্চ রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া
স্মৃতি সংসদের ২০তম বিশাল সুন্নি সম্মেলন
মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি
রাউজানের অন্যতম অরাজনৈতিক তরিকত ভিত্তিক
আধ্যাত্মিক সংগঠন দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদ, প্রতি বছরের ন্যায় এই বছর ও আয়োজন করছেন বিশাল সুন্নি সম্মেলন। আগামী ২০ শে মার্চ শুক্রবার, দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ও গাউসিয়া কমিটি বাংলাদেশ
দক্ষিণ হিংগলা, কলমপতি ইউনিট শাখার
সহযোগিতায় রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম
বিশাল সুন্নি সম্মেলন।
উক্ত সুন্নী সম্মেলনে বিখ্যাত ইসলামি স্কলারগন কোরআন-হাদীস ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ।
সম্মেলন নিয়ে সংগঠনের সভাপতি জনাব মোরশেদুল
আলম বলেন সুন্নীয়তের বৃহত্তর স্বার্থে ওই দিন রাউজানে অন্য কোন সুন্নী সম্মেলন আয়োজন
না করার জন্য রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ
জানানো যাচ্ছে।

No comments:
Post a Comment