হলদিয়া ইউনিয়ন
খেলোয়াড় সমিতির আয়োজনে সাইফ পাওয়ারটেক একেএম ফজলুল কবির চৌধূরী স্মৃতি গোল্ডকাপ
ফুটবল টূর্ণামেন্ট উপলক্ষে আজ এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রার
টেলিকনফারেন্সে উদ্ভোধন করেন টূর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক,
আধুনিক রাউজানের রূপকার জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী
এম.পি মহোদয়।
আগামী ২৯তারিখ টূর্ণামেন্ট উদ্বোধন হবে রাউজান আর আর এসি
মডেল স্কুল মাঠে। টূর্ণামেন্টটি উপজেলার মোট ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উক্ত শোভাযাত্রায় শতাধিক
মোটরসাইকেল সহ টূর্ণামেন্টের অন্যতম আকর্ষণ বিশাল আকৃতির ফুটবল নিয়ে ৪০০শতাধিক
তরুণ অংশগ্রহণ করে।
আমিরহাট হতে শুরে করে ফটিকছড়ি আজাদীবাজার,তকিরহাট,গহিরা ,জানালীহাট হয়ে কাগতিয়া, নোয়াপাড়া,
পাহাড়তলি পথেরহাট, চুয়েট ক্যাম্পাস হয়ে পথেরহাট, ঊনসত্তর পাড়া, কদলপুর,
রাউজান ইউনিয়ন হয়ে বেবি চৌধূরী সড়ক,
মুন্সিরঘাটা হয়ে আমিরহাট, জানিপাথর পদক্ষিণ করে পুনরায় আমিরহাট এসে সমাপ্ত হয়। এতে সভাপতিত্ব করেন
তারূণ্যের সংগঠক হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির সভাপতি,১নং হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জনাব জিয়াউল হক চৌধুরী
সুমন এবং এতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ সহ রাউজান উপজেলার বিভিন্ন সামাজিক
সংগঠনের নেতৃবৃন্দ।
Thursday, September 26, 2019
Home
Unlabelled
রাউজান হলদিয়ায় একেএম ফজলুল কবির চৌধূরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উপলক্ষে মোটর যাত্রা
রাউজান হলদিয়ায় একেএম ফজলুল কবির চৌধূরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উপলক্ষে মোটর যাত্রা
About arnews71
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment