হিলারিকে ধন্যবাদ আফ্রিদির - ARNews71.blogspot.com

https://arnews71.blogspot.com/

Wednesday, May 2, 2018

হিলারিকে ধন্যবাদ আফ্রিদির

সিপ্লাস ডেস্ক: আর্ত-মানবতার সেবায় ফাউন্ডেশন গড়ে তুলেছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। অসহায় ও দুস্থদের কল্যাণে অনবরত সেটি কাজ করে যাচ্ছে। এ জন্য চারদিক থেকে আকুণ্ঠ সমর্থন পাচ্ছেন বুমবুমখ্যাত এ ক্রিকেটার।
সেই ধারাবাহিকতায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বড় সহযোগিতা পেয়েছেন আফ্রিদি। মহীয়সী এ নারীর প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি তিনি। স্বভাবজাত ঢঙেই হিলারিকে ধন্যবাদ জানালেন এ হার্ডহিটার।
এক টুইটবার্তায় আফ্রিদি লেখেন, মানবকল্যাণমূলক কাজে সহযোগিতা ও মঙ্গলকামনার জন্য আপনাকে ধন্যবাদ হিলারি ক্লিনটন।
আফ্রিদি আরও বলেন, আমরা সবাই একসঙ্গে, আশা করি অপরাজিত থাকব।
এর সঙ্গে হিলারির একটি ভিডিও সংযুক্ত করেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। যে ভিডিওবার্তায় আফ্রিদি ফাউন্ডেশনের শুভকামনা করেন সাবেক মার্কিন ফার্স্টলেডি।
আফ্রিদি পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠানটি সন্ত্রাসকবলিত পাকিস্তানের বিভিন্ন অংশে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। কিছু দিন আগে দেশটির সাবেক কিংবদন্তি হকি খেলোয়াড় মানসুর আহমেদের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি। যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ রকম অনেক কল্যাণমূলক কাজে সহযোগিতা করছে এটি।

No comments:

Post a Comment