ফটিকছড়ি কলেজ ছাত্রের মৃত্যু, দুই বন্ধু আহত - ARNews71.blogspot.com

https://arnews71.blogspot.com/

Thursday, May 31, 2018

ফটিকছড়ি কলেজ ছাত্রের মৃত্যু, দুই বন্ধু আহত

ফটিকছড়ি কলেজ ছাত্রের মৃত্যু, দুই বন্ধু আহত মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের ২য় বর্ষের ছাত্র মুহাম্মদ সাহেদ আলী (২১) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীর ফরহাদাবাদ সৈয়দ কোম্পানিঘাটা এলাকায় নম্বরবিহীন মাটি পরিবহনের ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাহেদ ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ড (দক্ষিণ রাঙ্গামাটিয়া) ইউসুপ আলী চৌধুরী বাড়ির মুহাম্মদ জহুরুল ইসলামের ছেলে। ঘটনায় আহতরা হলেন : একই গ্রামের মুহাম্মদ দুলালের ছেলে রায়হান (১৮) এবং সুন্দরপুর ইউনিয়নের জাফর বাপের বাড়ির মুহাম্মদ মাহমুদুল হাসানের পুত্র ফোরকান (২৫)। জানা গেছে, হতাহত ৩ জনই ঘনিষ্ঠ বন্ধু। তারা ইন্ডিয়ান আর এক্স মড়েলের একটি মোটরসাইকেলে করে হাটহাজারী হতে ঈদের জন্য সেলাইকৃত পাঞ্জাবি নিয়ে বাড়ি ফিরছিলেন। নিহত সাহেদ ছিলেন চালকের আসনে, অন্যরা পিছনে। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীর ফরহাদাবাদ সৈয়দ কোম্পানি ঘাটায় বিপরীত দিক হতে আসা ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসাশেষে চমেক হাসপাতালে প্রেরণ করেন। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাল আবেদীন মুহুরী জানিয়েছেন, হতাহত তিনজনই মাথায় আঘাত পেয়েছেন। নিহতজনের আঘাতটি ছিল গুরুতর। তার কান ভিতর দিয়ে লোহা ঢুকেছে এবং বুকে চাপ লেগেছিল। ধারনা করা হচ্ছে মস্তিষ্কে রক্ত জমাট হয়ে তার মৃত্যু হয়েছে। আহত ফোরকানের ভাই জানিয়েছেন, আহত দুইজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮ম তলায় পাশাপাশি সিটে চিকিৎধীন রয়েছে। তারা দুইজনই এখন আশংকামুক্ত।

1 comment: