চট্টগ্রাম রাঙ্গামাটি
সড়কের রাউজানে বাস ট্রাক সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম
রাঙ্গামাটি সড়কের রাউজান হাইওয়ে থানার পার্শ্বে আজ সকাল ১০ ঘটিকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার ১জন নিহত
ও আহত ২। নিহত ব্যক্তি হাটহাজারী থানার ফতেয়াবাদ
গ্রামের সোন্দিপ কলোনির মরহুম আব্দুল খালেক এর একমাত্র পুত্র দুলালা প্রকাশ বেলাল
উদ্দিন (৬০)। আহত মোঃ হাসার (২৫) ও আলমগীর (২৬)। স্থানীয়রা উদ্ধার করে রাউজান
জে.কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায় ডাক্তার অবস্থা গুরতর হওয়ায় চট্টগ্রাম
মেডিকেলে প্রেরণ করেন। পরে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের কর্মিরা গিয়ে নিহত
ব্যক্তিকে উদ্ধার করে রাউজান হাইওয়ে থানায় হস্তান্তর করেন পরে মর্গে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান সকাল ১০ ঘঠিকায় ঘটনাস্থলে
গিয়ে নিহত ব্যাক্তিকে গাড়ি থেকে উদ্ধার করি। তিনি আরো জানান বাস ট্রাক
প্রতিযোগীতায় অতিরিক্ত মাল বোঝাই করা ট্রাকটি নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সাথে আছড়ে
পড়ে এবং বাসের চালক ঘটনাস্থাল হতে পালিয়ে যায়। উপস্থিত লোকজন জানাই বাস ট্রাক প্রতিযোগীতার
কারণেই এই দুর্ঘঠনা ঘটে।
No comments:
Post a Comment