চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে সকাল-সন্ধ্যা ধর্মঘট। - ARNews71.blogspot.com

https://arnews71.blogspot.com/

Saturday, May 4, 2019

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে সকাল-সন্ধ্যা ধর্মঘট।



চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে সকাল-সন্ধ্যা ধর্মঘট।

মুনিরীয়ার সন্ত্রাসীদের হাতে মুক্তিযোদ্বা শফিকুল আনোয়ার, আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হক, আলেম, ওলামা সহ নিরিহ মানুষের উপর হামলাকারী মুনিরিয়া যুবতবলীগ কমিটির সদস্যদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে আজ ৪ মে শনিবার রাউজানে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হয়।

রাউজান প্রতিনিধি
রাউজানের মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে মুক্তিযোদ্বা শফিকুল আনোয়ার, আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হক, গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার, হাফেজ আল্লামা নুরুল আবছার, গহিরা মোবারক খীলের মেসবাহ উদ্দিন, দরিদ্র রিক্সা চালক শামশুল আলম সহ নিরিহ লোককজনের উপর হামলাকারী মুনিরিয়া যুবতবলীগ কমিটির সন্ত্রাসী সদস্যদের গ্রেফতার ও সন্ত্রাসী কার্যক্রম বন্দ্ব করার দাবীতে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি ও চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন আজ ৪ মে শনিবার সকাল ৬ টা থেকে সন্দ্ব্যা ৬ টা পর্যন্ত চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে পরিবহন ধর্মঘট পালিত হয়। এতে বিপাকে পড়েন পথচারী ও জনসাধারণ।
আমাদের রাউজান প্রতিনিধিকে চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউনুছ জানান, শান্তির রাউজানে ত্বরীকতের নামে জঙ্গীবাদ, সন্ত্রাসী, মারামারী, আজাহারী আমরা কোনোভাবেই বর্দস্থ করবনা এবং মুনিরীয়ার সন্ত্রাসীদের অভিলম্ভে গ্রেফতার করার দাবী জানাচ্ছি। যদি আমাদের দাবী মেনে নেয় তাহলে আবারো ধর্মঘটের আহবান করা হবে।

No comments:

Post a Comment