রাউজানের নব নিবার্চিত মেয়রের সাথে দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - ARNews71.blogspot.com

https://arnews71.blogspot.com/

Monday, March 1, 2021

রাউজানের নব নিবার্চিত মেয়রের সাথে দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাউজান পৌরসভার নব নির্বাচিত মেয়র, রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের অন্যতম শুভাকাঙ্কী, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব জমির উদ্দিন পারভেজ রাউজান পৌরসভার মেয়র হিসেবে বিনা প্রতিদন্ধিতায় বিজয়ী হওয়ায় ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করেন দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।


এই সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব জানে আলম জনি ও দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের উপদেষ্ঠা মোঃ সাবের হোসেন, সভাপতি নাঈম উদ্দিন, সি.সহ-সভাপতি মাকসুদুল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ.আর. রাশেদ নির্বাহী সদস্য মোঃ মোরশেদ আলম, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ জমির উদ্দিন, প্রবাসী সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সদস্য সুলতান,  রাহাত, ইরফাত, সাকিব প্রমুখ।



No comments:

Post a Comment