রাউজান ব্লাড ডোনার্স এর স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - ARNews71.blogspot.com

https://arnews71.blogspot.com/

Sunday, May 26, 2019

রাউজান ব্লাড ডোনার্স এর স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত




রাউজানের স্বনামধন্য স্বেচ্ছাসেবী যুব সংগঠন রাউজান ব্লাড ডোনার্স এর ব্যবস্থাপনায় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সৌরভুল ইসলাম নিজাম এর সঞ্চালনায় কার্যকরী সদস্য রবিউল ইসলাম রবি এর সভাপতিত্বে গত ২৫ মে শুক্রবার মুন্সিরঘাটাস্থ দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক মরহুম মুহাম্মদ নাবীন এর স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এ.আর. রাশেদ উদ্দিন, কাযকরী সদস্য আব্দুর রহমান বাবু, সিপন, আবু রায়হান, নজরুল, ইব্রাহিম, অভি, এতে আরো উপস্থিত ছিলেন রিদওয়ান, নাঈম, কাইচামং, সাগর, সজিব, ইরফাত, আবু সায়েম, রাহুম মিত্র, নিশাত, সায়মন, সোহেল, আজাদ, কায়ছার, ফাহিম, জামাল সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

এতে স্বেচ্ছাসেবক মরহুম মুহাম্মদ নাবীন এর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

No comments:

Post a Comment