বাংলাদেশ
ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা ও পৌরসভা শাখার ব্যবস্থাপনায় পীরে ত্বরিকত
হযরতুলহাজ্ব আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহঃ), গহিরা আলিয়া মাদ্রাসার সাবেক
অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মনোওয়ার (রহঃ) ও শহিদ নঈম উদ্দিনের ৯ম তম শাহাদাত
বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভন্ডপীর মুনিরউল্লাহ্’র উগ্র সন্ত্রাসী কর্মকান্ডের
বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ১৪ই জুন শুক্রবার বিকাল ৩ঘটিকায় রাউজান
মুন্সির ঘাটা চত্বরে অনুষ্ঠিত হয়।
ইসলামী
ফ্রন্ট রাউজান উপজেলা উত্তর শাখার সভাপতি জননেতা জয়নাল আবেদীন জামাল এর সভাপতিত্বে
যুবনেতা এম.এ রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নত ওয়াল
জামাত সমন্বয় কমিটির সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, প্রধান বক্তা
ছিলেন ছিপাতলী কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির আল্লামা গাজি শফিউল আলম নেজামী,
বিশেষ বক্তা রাউজান পৌরসভার ২য়
প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
এতে
আরো বক্তব্য রাখেন রাউজান পৌরভার ১ম প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী, আল্লমা ইলিয়াছ নুরী, ইয়াছিন
হোসাইন হায়দরী, মাওলানা এম.এ মতিন, মাওলানা শামশুল আলম হেলালী, শামশুল আলম নঈমী,
যুবনেতা ইসমাঈল, আলমগীর হোসেন, সিরাজ রেজভী, শওকত হোসেন, যুবনেতা আহসান, মাসুমুর
রশীদ কাদেরী সহ আরো অনেকে।
এতে
আরো উপস্থিত ছিলেন, আবু ছালেক, জিল্লুর রহমান মাসুদ, মুফিজুর রহমান, কে.এম. আজাদ
রানা, রবিউল হোসেন সুমন, আমান উল্লাহ আমান, মোরশেদ আলম, মুনির, নিজাম উদ্দিন,
সিরাজুল মুস্তফা শিহাদ রাউজান উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ আরো অনেকে।
প্রতিবাদ সমাবেশ শেষে
বিভিন্ন সড়ক পদক্ষিন করে জলিল নগর বাস ষ্টেশনে বিক্ষোভ মিছিল শেষ হয়।
No comments:
Post a Comment