ভন্ড পীর মুনির উল্লাহ'র ফাঁসির দাবীতে কউমি জনতার মানববন্ধন - ARNews71.blogspot.com

https://arnews71.blogspot.com/

Saturday, July 6, 2019

ভন্ড পীর মুনির উল্লাহ'র ফাঁসির দাবীতে কউমি জনতার মানববন্ধন



রাউজানে কাগতিয়ার ভন্ড পীর মুনির উল্লাহকে গ্রেপ্তার তার প্রতিষ্ঠিত সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির নিষিদ্ধ ও তার ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ ৬ জুলাই শনিবার বিকালে রাউজান মুন্সিরঘাটায় রাউজান উপজেলা কউমি মাদ্রাসা পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধনে ২৯ টি কউমি মাদ্রাসার শিক্ষক, কর্মচারীসহ হাজার হাজার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

রাউজান উপজেলা কউমি বোর্ডের সভাপতি মাওলানা আলহাজ্ব শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও মহা-সচিব মাওলানা কে এম আলমগীর মাসউদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা কউমি বোর্ডের সহ সভাপতি আলহাজ্ব এম এ হাশেম চৌধুরী। বক্তব্য রাখেন, প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, মাওলানা এড. জিয়াউর রহমান, আলহাজ্ব মাওলানা ইউসুফ, মাওলানা কারী শহিদুল্লাহ, মাওলানা আহমদ শফী, মাওলানা শফিউল আজম, মাওলানা শফিউল আলম, ফেজ মাওলানা ওসমান, মাওলানা শোহাইব, মাওলানা ইসহাক আল মাদানী, মাওলানা অলি আহমদ ও ২নং ডাবুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী। পরে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে জলিল নগর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

No comments:

Post a Comment